বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধারা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা লীগের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি সহদেব বাবু ও সাধারণ সম্পাদক আজিজুল হকসহ বীর মুক্তিযোদ্ধারা।

এ সময় বক্তারা বলেন, পাকিস্তানি প্রেতাত্মারা এখননও বাংলাদেশে বসবাস করছে। যারা স্বাধীনতাকে এখনও স্বীকার করতে পারে না তারা একটার পর একটা অঘটন বাংলাদেশে করে যাচ্ছে। এমন কার্যকলাপে যারা লিপ্ত তাদের শাস্তি দাবি করছি। বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে আমরা বদ্ধ পরিকর।

এমএসআর