অটোরিকশা ও বাস শ্রমিকদের সংঘর্ষের জেরে সিরাজগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে

সিএনজিচালিত অটোরিকশা ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে সিরাজগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৩ মার্চ) সকাল থেকে সিরাজগঞ্জ পৌর টার্মিনাল ও কাউন্টার থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও দূরপাল্লার যাত্রীরা।

শ্রমিক নেতারা জানিয়েছেন, রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। সিরাজগঞ্জ-রাজশাহীগামী বাস চলাচল বন্ধ থাকলেও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছিল। 

এ নিয়ে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন বেশ কয়েকজন শ্রমিক। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জের ধরে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি।

এদিকে সিরাজগঞ্জের অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস যোগাযোগ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা।

৬ বছরের নাতনিকে সিরাজগঞ্জে ডাক্তার দেখাতে এসেছেন কোহিনুর খাতুন। তিনি বলেন, হাটিকুমরুল এসে বিপাকে পড়ে গেছি। মহাসড়কে কোনো গাড়ি নেই। পরে ব্যাটারিচালিত অটোরিকশায় ৩ গুণ ভাড়া দিয়ে এলাম। জানি না কীভাবে যাব? 

কোহিনুর খাতুনের মতো একই কথা বলেন তাড়াশের ঘরগ্রাম এলাকা থেকে মেয়ের অস্ত্রোপচারের জন্য সিরাজগঞ্জ আসা গোপাল চন্দ্র ঘোষ।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান শেখ ঢাকা পোস্টকে বলন, সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এই হামলার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।

শুভ কুমার ঘোষ/এসপি