আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলি লেগে প্রাণ গেল পথচারীর
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলাচর ও বকুলতলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মনির হোসেন মোল্লা (৫০) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় শিশুসহ কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন বকুলতলা গ্রামের মোতালেব মোল্লার ছেলে।
বিজ্ঞাপন
জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলাচর ও বকুলতলা গ্রামের আব্দুল হক মোল্লা ও সুরুজ মেম্বারের লোকজনের সঙ্গে আওয়ামী লীগ নেতা আলী হোসেন সরকারের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৬ মাসে তারা বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হয়। সোমবার বিকেল ৫টার দিকে তারা আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন মোল্লা নিহত এবং শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ইউপি নির্বাচনের পর থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক মোল্লা ও আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুরুজ হোসেন মেম্বারের লোকজন দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন সরকারের লোকজনের ওপর হামলা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে গ্রুপটির অর্তকিত হামলায় এক পথচারীসহ আলী হোসেন সরকার পক্ষের ৩-৪জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
বিজ্ঞাপন
স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী হোসেন সরকার বলেন, ওরা বিকেল ৫টার দিকে আমার এলাকায় এসে হামলা চালায়। আমার লোকজনকে এলোপাতাড়িভাবে গুলি করে। এতে মনির হোসেন মোল্লাসহ আরও তিন-চারজন গুলিবিদ্ধ হয়। মনির হোসেনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। বাকিদের চিকিৎসা দিতে গেলে ওরা বাধা দেয়। তাই ওদের স্থানীয়ভাবে চিকিৎসা করাচ্ছি। এ ব্যাপারে থানায় আমি মৌখিক অভিযোগ করছি। লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবদ্ধ হয়ে একজন মারা গেছেন।
যিনি মারা গেছেন তিনি একজন পথচারী ছিলেন।
ব.ম শামীম/এসপি