ফাইল ছবি 

পঞ্চগড়ের দেবীগঞ্জে খালের পানিতে ডুবে মণি ও মুক্তা (২) নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের মধুপাড়ায় ঘটনা ঘটে। যমজ দুই শিশু ওই এলাকার কবির হোসেনের মেয়ে। 

স্থানীয়রা জানান, বিকেলে যমজ বোন মণি ও মুক্তা বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে তারা বাইরে চলে যায়। পরে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকলে বাড়ির পাশে খালের পানিতে তাদের পড়ে থাকতে দেখেন। সেখান থেকে দ্রুত তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তারিফা আক্তার তামান্না তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বলেন, বাড়ির পাশে টিউবওয়েলের পানি যেখানে যায়, সেই খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এসকে দোয়েল/আরএআর