অসুস্থ বোনকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল নারীর
দুর্ঘটনাকবলিত ট্রাক
খুলনার ফুলতলা উপজেলায় ট্রাকের ধাক্কায় সাথী বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আশরাফুল মল্লিক আহত হয়েছেন। বুধবার (৩ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ‘এ গফুর’ ক্লিনিকের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা স্থানীয় দামোদর নতুনহাট এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে সাথী বেগম তার স্বামী আশরাফুল মল্লিকের সঙ্গে অসুস্থ বোনকে দেখার জন্য ‘এ গফুর’ ক্লিনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যশোর থেকে খুলনাগামী বালু বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাথী বেগমকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
বিজ্ঞাপন
নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দীন ঢাকা পোস্টকে বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে সাথী বেগম নিহত হন। এতে তার স্বামীও আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, দুপুরে ট্রাকচাপায় এক পথচারী নিহত এবং আরেকজন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/আরএআর