কক্সবাজার জেলা জজ আদালত

কক্সবাজার রামুর রশিদ নগরে মেয়েকে (১৪) ধর্ষণের দায়ে বাবার (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

বুধবার (৩ মার্চ) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক জেবুন্নাহার আয়েশা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি নগরের হলিরছড়া এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ জুন রাতে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। এরআগেও একাধিকবার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে আসছিলেন তিনি। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সৈয়দ মো. রেজাউর রহমান রেজা ঢাকা পোস্টকে বলেন, ভিকটিমের পক্ষে ন্যায় বিচার করতে পারায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

মুহিববুল্লাহ মুহিব/এমএসআর