আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে লক্ষাধিক জনতার উপস্থিতিতে যে  কোনো মূল্যে সফল করার উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) আসন্ন ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শহরের কাঠপট্টি এলাকার ‘মনা প্লাজা’র  চারতলায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। রুদ্ধদ্বার এ প্রস্তুতি সভায় সাংবাদিক কিংবা গোয়েন্দা সংস্থার কোনো ব্যাক্তি এমনকি বিএনপি ও সহযোগী সংগঠনের কোনো কর্মীকেও ঢুকতে দেওয়া হয়নি।

সভাশেষে সন্ধ্যা ৭টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন সভার সিদ্ধান্ত জানিয়ে ঢাকা পোস্টকে বলেন, সভায় যে কোনো মূল্যে লক্ষাধিক লোকের উপস্থিতিতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ গণমহাসমাবেশের জায়গার জন্য শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ, ফরিদপুর জিলাস্কুল মাঠ, অম্বিকা ময়দান ও জনতা ব্যাংকের মোড় চাওয়া হবে। এ ব্যাপারে ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে।

স্বপন বলেন, ওই প্রস্তুতি সভায় যে কোনো পরিস্থিতিতে এবং যতই বাধা বিপত্তি আসুক না কেন সফল করার প্রত্যয় ঘোষণা করা হয়।

ফরিদপুর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, এ গণসমাবেশ সফল করার জন্য এ বিভাগের অধীনে গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এবং ফরিদপুরের সকল জেলার লোক অংশ নেবে। ফরিদপুরের নয়টি উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিদিন দুটি করে উপজেলায় সভা করে উপজেলা পর্যায়ের কার্যক্রম শেষ করা হবে।

সভায় বক্তব্য দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর বিভাগীয় দুই সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান, জুলফিকার হোসেন, আলী আশরাফ, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম আক্দুল কাউয়ুম, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ প্রমুখ।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ওরফে ইছা।

জহির হোসেন/এমএএস