নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সমবেত হতে শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ ২৫ বছর পর আনুষ্ঠানিকভাবে সম্মেলনের ডাক দেওয়ায় চাঙা হয়ে উঠেছে তৃণমূলের রাজনীতি। নেতাকর্মীদের জমায়েত করতে জেলা আওয়ামী লীগের পদ প্রত্যাশী নেতারা প্রতিযোগিতায় নেমেছেন। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে ইতোমধ্যে রাস্তা-ঘাট, হাট-বাজারসহ পাড়া-মহল্লার অলিগলি থেকে রাজপথ ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজপথ।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে নগরীর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

জেলা আওয়ামী লীগের সম্মেলনকে স্বার্থক ও সাফল্যমণ্ডিত করতে মাসব্যাপি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রায় প্রতিদিন সভা করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান শনিবার চাষাড়াস্থ রাইফেলস ক্লাবে প্রস্তুতিমূলক সভা করেছেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৫ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন নেতাকর্মীরা। কারা আসছেন জেলা আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্বে এমন আলোচনা এখন সর্বত্র। সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তৃণমূলের নেতাকর্মীরা যোগ্য ও কর্মীবান্ধব নেতাদের নেতৃত্বে আনার দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলার সর্বশেষ কাউন্সিল হয় ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর। ওই কাউন্সিলে অধ্যাপিকা নাজমা রহমানকে সভাপতি ও এমপি শামীম ওসমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। এরপর ২০০২ সালের ২৭ মার্চ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরামকে আহ্বায়ক করে কেন্দ্র থেকে ৬১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়। পরে আহ্বায়ক এস এম আকরাম পদত্যাগ করে যুক্ত হয়ে পড়েন নাগরিক ঐক্যে। এরপর ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছিল যুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলামকে। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি মফিজুল ইসলাম মারা যান।

এরপর ২০১৬ সালের ৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা পরিষদের তৎকালীন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইকে সভাপতি এবং সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহ-সভাপতি ও অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর ১৩ মাস পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, ফতুল্লা ও সর্বশেষ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করেছে।

আবির শিকদার/এসপি