জয়পুরহাট সদর উপজেলা আ.লীগের নতুন কমিটি ঘোষণা
জয়পুরহাটের সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মীর মোয়াজ্জেম হোসেনের নাম ঘোষণা করা হয়।
রোববার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
নবনির্বাচিত কমিটির সভাপতি আনোয়ার হোসেন এর আগে সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে ছিলেন।
এছাড়াও এদিন নতুন কমিটির আরও দুইটির পদের নাম ঘোষণা করা হয়। সহ সভাপতি পদে দেওয়ান মোস্তাকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতের নাম ঘোষণা করা হয়। পরে কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।
বিজ্ঞাপন
রোববার সকালে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি গোলাম মোস্তফা। সম্মেলনে প্রধান অতিথি হেসেবে উপস্থিতি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু প্রমুখ।
চম্পক কুমার/এমএ