আখাউড়ায় ১৪ দেশের অংশগ্রহণে হচ্ছে ম্যারাথন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আখাউড়া হাফ ম্যারাথন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৭ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১৪ দেশের প্রতিযোগীর অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘আখাউড়া হাফ ম্যারাথন’ নামে ওই প্রতিযোগিতার আয়োজন করছে ‘কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদ’ নামে একটি ছাত্র সংগঠন।
জানা গেছে, ওই প্রতিযোগিতায় ১০ দেশের প্রতিযোগী সরাসরি ও চার দেশের প্রতিযোগী ভার্চুয়ালি অংশ নেবেন। ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ৭৫০ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে ২৮০ জন বিদেশি নাগরিক রয়েছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, পাকিস্তান ও নাইজেরিয়া থেকে প্রতিযোগিরা সরাসরি অংশ নিচ্ছেন। বাকি আরও চারটি দেশের নাগরিক প্রতিযোগিতায় ভার্চুয়ালি অংশ নেবেন।
কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সুকান্ত চক্রবর্তী ঢাকা পোস্টকে বলেন, ১৭ মার্চ সকাল পৌনে ৬টায় দুইটি ক্যাটাগরিতে আখাউড়া উপজেলা পরিষদ মাঠ থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে। একটি ক্যাটাগরি ২১.১ কিলোমিটার ও আরেকটি ১০ কিলোমিটারের।
বিজ্ঞাপন
আজিজুল সঞ্চয়/এমএসআর