রাজশাহীর পবায় বালুর ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগমারা উপজেলার লাউপাড়া এলাকার আলাল মোল্লা (৩৫) ও একই উপজেলার চাঁন্দেরআড়া এলাকার রমেশ চন্দ্র মণ্ডল ওরফে বল্টু (৩৫)।

এদের মধ্যে আলাল মোল্লা স্থানীয় আস্থা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোক্তা ছিলেন। আর রমেশ চন্দ্র মণ্ডল একটি গবাদিপশুর ফিড কোম্পানির বিক্রয় কর্মী। তারা দুই জন বন্ধু ছিলেন বলে জানা গেছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই মোটরসাইকেলে করে আলাল মোল্লা ও রমেশ চন্দ্র মণ্ডল রাজশাহী থেকে বাড়ি ফিরছিলেন।

পথে আমান কোল্ড স্টোরের সামনে এলে একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে দমকল কর্মীদের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নিহত আলাল মোল্লার স্বজনরা। পুলিশও আইনগত ব্যবস্থা নিচ্ছে।

ফেরদৌস সিদ্দিকী/এমএইচএস