রাজশাহীর পুঠিয়া পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে সাড়ে ৭ লাখ টাকা। বারবার তাগাদা দিয়েও বিল না পেয়ে শেষে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে পৌরসভার তিনটি সংযোগের মধ্যে ২টি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে অন্ধকারে আছে পুঠিয়া পৌর এলাকা।
 
জানা গেছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পুঠিয়া জোন) এর অধীনে পুঠিয়া পৌরসভায় তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। একটি সংযোগ পৌর ভবনে। বাকি দুটি পৌর এলাকার সড়ক বাতির জন্য। তিনটি সংযোগ মিলে বিল বকেয়া পড়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইয়াকুব আলী শেখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বকেয়া বিল পরিশোধে পৌর কর্তৃপক্ষকে বারবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সাড়া মিলছে না। শেষে বাধ্য হয়ে মঙ্গলবার সকালে পৌর ভবনের সংযোগ বাদে বাকি দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ ব্যাপারে পৌরসভার মেয়র আল মামুন খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি তিনি দেখছেন বলে জানান।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর