সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া চলছে : সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য খুবই আন্তরিক। তার চেষ্টায় সরকারের সব সংস্থা সেনাবাহিনীকে আধুনিক করতে এবং ফোর্সেস গোল অর্জনে সব ধরনের সহযোগিতা করছে। সে কারণে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
মঙ্গলবার (১ নভেম্বর) নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাসে বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সেনাপ্রধান বলেন, দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ভূমিকা পালন করছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।
অনুষ্ঠানে মেজর জেনারেল এস এম কামরুল হাসান, মেজর জেনারেল জুবায়ের সালেহীন, মেজর জেনারেল খালেদ আল মামুন, এরিয়া কমান্ডার (বগুড়া) ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান, কমান্ডেন্ট ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংসসহ কোরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার্সের সকল ইউনিট অধিনায়করা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এর আগে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
তাপস কুমার/আরএআর