মুন্সীগঞ্জের ইউপি উপ-নির্বাচন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলছে।‌ আজ বুধবার (০২ নভেম্বর) সকাল ৮টায় ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বেলা বাড়তে থাকলে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। তবে ইভিএমে ভোটগ্রহণে ধীরগতি ও ভোটদানের পদ্ধতি না জানার কারণে ভোগান্তিতে পড়েছেন ভোটাররা।

সরেজমিনে ইউনিয়নের চরবলাকী (নতুনচর) সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও তুলনামূলকভাবে পুরুষ ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই ইভিএমে ভোটদানের পদ্ধতি বুঝতে পারছেন না। এ কারণে ভোট গ্রহণে ধীরগতি সৃষ্টি হয়েছে।

রগুরচরের মাসুম মিয়া (৫০) ভোটার বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখন পৌনে ১১টা বাজে। ইভিএম না বোঝার কারণে সবার ভোট দিতে অনেক সময় লাগছে। তাই এখনো ভোট দিতে পারিনি।’

আরেক ভোটার হনুফ খাতুন (৫১) বলেন, ‘এবারে নির্বাচনের পরিবেশ খুব ভালো। সবাই নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারছেন। তবে লাইনে আর দাড়াঁতে পারছি না, পা ব্যাথা হয়ে গেছে।’

জামালদী সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তানজিমুল ইসলাম জানান, মোট ভোটার ৩ হাজার ১০০ জন। বেলা ১১টা ১০ মিনিটে ভোট কাস্ট হয়েছে ১ হাজার ১৬টি। 

চরবলাকী (নতুনচর) সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আসাদুজ্জামান জানান, অনেক ভোটারের আঙ্গুলের ছাপের কারণে ছবি উঠছে না তাই দেরি হচ্ছে। আবার অনেকের ইভিএমে ভোটদানের পদ্ধতি বুঝতে সমস্যা হচ্ছে। 

উপজেলা নির্বাচন অফিসার মো. লিটন মিয়া জানান, ১০টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ইউনিয়নের সর্বমোট ভোটার সংখ্যা হচ্ছে ১৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৭২৮ ও নারী ভোটার হচ্ছে ৯১২৬ জন।

এবারের উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুল হক মিঠু নৌকা, হাজী মো. মাহাবুব মিয়া মোটর সাইকেল, হাজী মো. শাহ পরান আনারস ও মো. দাউদ চশমা প্রতীক নিয়ে লড়ছেন। 

গত ২৭ মে হোহেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আক্তার হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে ৪ জুন ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

ব.ম শামীম/আরকে