সংসদে ১০০ আসন, দলীয় মনোনয়নে সমতা চান নারীরা
জাতীয় সংসদে ১০০ আসন সংরক্ষণ চান রাজশাহীর নারীরা। একই মঙ্গে দলীয় মনোনয়নে পুরুষের সঙ্গে সমতাও চান। বুধবার (২ নভেম্বর) রাজশাহীতে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানানো হয়।
সকালের দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নারীরা অংশ নেন।
বিজ্ঞাপন
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার জেলার সভাপতি মর্জিনা পারভীনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়, মহিলা আওয়ামী লীগের নেত্রী ইফফাত আরা কামাল, নূরজাহান সরকার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা, জেলা পরিষদ সদস্য শিউলি রানী সাহা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নারী-পুরুষের সমতার কথা বলা হলেও সংসদে এর প্রতিফলন নেই। নারীদের জন্য সংসদে ৫০টি সংরক্ষিত আসন থাকলেও পুরুষের তুলনায় তা অনেক কম। এটিকে বাড়িয়ে অন্তত ১০০ করার দাবি জানান তারা।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলও দলীয় মনোনয়নের ক্ষেত্রে নারীদের পিছিয়ে রাখে। দলগুলোকে এমন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। নারীদেরও সমান গুরুত্ব দিয়ে দলীয় মনোনয়ন দিতে হবে। এই যুগে এসে নারীদের পিছিয়ে রাখলে হবে না।
ফেরদৌস সিদ্দিকী/এমএএস