বাবার গাড়ি থেকে পড়ে প্রাণ গেল ছেলের
ছেলের মৃত্যুতে মায়ের আহাজারি
চাঁপাইনবাবাগঞ্জে ইঞ্জিনচালিত নশিমন থেকে পড়ে মো. শাওন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে বাবার নশিমন চড়ে বাড়ি যাওয়ার সময় সদর উপজেলার ঘোড়াস্ট্যান্ড ডোমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ধুমি হায়াতপুর গ্রামের সামসুল হকের ছেলে। সে চুণাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
বিজ্ঞাপন
নিহতের চাচা বলেন, শাওন গোদাগাড়ী থেকে বাবার খড়ি ভর্তি ইঞ্জিনচালিত নশিমনে চড়ে বাড়ি যাচ্ছিল। ঘোড়াস্ট্যান্ড এলাকায় পৌঁছলে গাড়ির স্টিয়ারিং ভেঙে গিয়ে সে ও তার বাবা সড়কের পাশের গর্তে ছিটকে পড়ে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।
এ সময় তার বাবা সামসুল হক আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনার পর মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মো. জাহাঙ্গীর আলম/আরকে