সমাবেশ শেষ হওয়ার আগেই বাড়ির পথে নেতা-কর্মীরা
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে গণসমাবেশ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত। সমাবেশে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিছুক্ষণ পরই বক্তব্য দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে দূর-দূরান্ত থেকে আসা কিছু নেতা-কর্মী সমাবেশ শেষ হওয়ার আগেই নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। বাস ধর্মঘট চলায় জীবনের ঝুঁকি নিয়ে তারা খোলা ট্রাকে চড়ে বাড়ি ফিরছেন।
বিজ্ঞাপন
বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ঝালকাঠি, পটুয়াখালী ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নেতা-কর্মীরা খোলা ট্রাকে করে গন্তব্যে ফিরে যাচ্ছেন। যানবাহন না পেয়ে অনেকেই হেঁটে চলছেন বাড়ির পথে।
বরগুনার শিহাব উদ্দিন বলেন, সমাবেশ শেষ হলে গাড়ি পাব না। এই জন্য একটু আগেই নেমেছি। যাতে করে ভালোভাবে যেতে পারি।
বিজ্ঞাপন
পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা মিনহাজ বলেন, এখন পর্যন্ত বাস ছাড়েনি। এ জন্য খোলা ট্রাকে করে বাড়িতে ফিরে যাচ্ছি। আমাদের সমাবেশ সফল হয়েছে।
বাকেরগঞ্জর ইলিয়াস বলেন, দুই দিন আগে থেকেই বরিশালে সমাবেশের জন্য অবস্থান করেছি। এখন সমাবেশ শেষ হলে অনেক ভিড় হয়ে যাবে, যেতে কষ্ট হবে। এজন্য একটু আগে নেমেছি।
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের পর শনিবার (৫ নভেম্বর) বরিশালে গণসমাবেশ করছে বিএনপি। এটি পঞ্চম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশস্থল বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা লাখো নেতা-কর্মী উপস্থিত হয়েছেন।
আরএআর