শিক্ষার্থী তানভীর হোসাইন

পিঠে, হাতে, আঙুলে রক্ত জমাট বেঁধেছে। শরীরে সব মিলিয়ে এগারোটি আঘাতের চিহ্ন ফুটে উঠেছে। এক আঙুলে জমে গেছে রক্তের জমাট। হাত দিয়ে বেরিয়ে গেছে অনেক রক্তের ফোঁটা। প্রতিটি আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

সিলেট শহরতলীর পীরের বাজার এলাকার জামেয়া দ্বিনিয়া মাদরাসার অধ্যক্ষ ইমাদ উদ্দিন ছালিমের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে অমানবিকভাবে পেটানোর অভিযোগ উঠেছে। পেটানোর পরের মুহূর্তের ছবিগুলো দেখলে যে কেউ আঁতকে উঠবেন। ওই মাদরাসার তানভীর হোসাইন (১৯) নামের এক শিক্ষার্থী অধ্যক্ষ ইমাদ উদ্দিন ছালিমের বিরুদ্ধে শাহপরাণ থানায় ২২ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর লন্ডন প্রবাসী পরিবার শাস্তির দাবি জানালেও মাদরাসা কর্তৃপক্ষ চাইছে বিষয়টি নিষ্পত্তি করে ফেলতে। কোথাও চাকরি হবে না এমন ভয়ের কারণে অনেকটা নিশ্চুপ রয়েছেন ভুক্তভোগী তানভীরের বাংলাদেশের অভিভাবক মামা সুয়েব আহমদ।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে অন্য ছাত্রদের সঙ্গে ক্লাসে ছিল তানভীর। তখন মাদরাসার অধ্যক্ষ ইমাদ উদ্দিন ছালিম তার লন্ডন প্রবাসী মা-বাবার কাছ থেকে ছাত্রদের জন্য টাকা এনে দেওয়ার চাপ সৃষ্টি করেন। তখন তানভীর এই কথায় কর্ণপাত না করলে অধ্যক্ষ তাকে তিনটি মোটা বেত একসঙ্গে করে আঘাত করতে থাকেন। এতে তার পিঠে, 
ঊরুতে ও দুই হাত গুরুতর জখম হয়।

পরবর্তীতে তানভীর মামা সুয়েব আহমদকে বিষয়টি জানালে তিনি তাকে মাদরাসা থেকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করান। বর্তমানের তানভীর তার মামার জিম্মায় রয়েছেন।

তানভীরের পরিবার সূত্রে জানা গেছে, মাদরাসার পক্ষ থেকে বিষয়টি নিষ্পত্তির জন্য যোগাযোগ করা হয়। তবে তারা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তানভীরের বাবা-মা লন্ডনে থাকার কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

অধ্যক্ষ ইমাদ উদ্দিন ছালিম

অধ্যক্ষ ইমাদ উদ্দিন ছালিম ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি নিষ্পত্তির জন্য আলোচনা চলছে। বটেশ্বর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও এই মাদরাসার এক শিক্ষার্থীর বাবা মুহিব উল্লাহ বিষয়টি নিষ্পত্তির জন্য আলোচনা করছেন। আমরাও পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।

তানভীরের অভিভাবক মামা সুয়েব আহমদ ঢাকা পোস্টকে বলেন, তাকেই খারাপভাবে পেটানো হয়েছে। এই বিষয়ে মাদরাসার পক্ষ থেকে যোগাযোগ করা হয়। থানায় মাদরাসাপক্ষ ও আমি গিয়েছিলাম। তখন আপসে যাওয়ার কথা বললেও আমি নীরব ছিলাম।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ওই শিক্ষার্থীর মামা সুয়েব আহমদ থানায় এসে ২২ ফেব্রুয়ারি একটি অভিযোগ দিয়েছেন। পরে আবার বাদী এবং বিবাদীপক্ষ থানায় এসে বিষয়টি মীংমাসা করবেন বলে জানান।

তুহিন আহমদ/এমএসআর