জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠান

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১৫ আগস্টের পর দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরপেক্ষ ভোটের অধিকার ছিল না। সেই সময় ৭ নভেম্বর বিপ্লবের মাধ্যমে অধিকার আদায় করা হয়। বর্তমানেও একই রকমভাবে দেশে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই অবস্থা থেকে উদ্ধার করতে হলে আরেকটি বিপ্লব করতে হবে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকারের অবৈধ এমপি-মন্ত্রীদের কোটি কোটি টাকা বিদেশে পাচারের কারণে আজ ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে দেশে বিদ্যৎ, চাল, তেলসহ নিত্যপণ্য দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ আজ অভাব-অনটনে অসহায় হয়ে পড়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পৌর বিএনপির সদস্য সচিব বাবুল চৌধুরি, মহিলা দলের সাবেক সভাপতি সুফিয়া হক প্রমুখ। এর আগে জেলা বিএনপি এর আলাইপুরের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন উত্তোলন করা হয়।

তাপস কুমার/আরকে