কিশোরগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কামরুজ্জামান
কামরুজ্জামান কমরু
১৯৭১ সালের ৬ মার্চ অকুতোভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। একাত্তর সালের ২ মার্চ ঢাকায় পতাকা উত্তোলন করার পর ছাত্রনেতা প্রয়াত সাবেক সংসদ সদস্য আলমগীর হোসেন ঢাকা থেকে ডিজাইন নিয়ে কিশোরগঞ্জে আসেন।
পরবর্তীতে তিনি পতাকার এ ডিজাইন গোপনে অকুতোভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরুকে দেন। পতাকার ডিজাইন পেয়ে ছাত্রনেতা কামরুজ্জামান কমরু শহরের রথখলাস্থ মর্ডান টেইলার্সের মালিক ময়না খলিফাকে দিয়ে একটি পতাকা তৈরি করান।
বিজ্ঞাপন
৬ মার্চ সুপারি গাছ বেয়ে শহরের কালীবাড়ি মোড়ের জনৈক রঞ্জিত ঘোষের দোকানের ছাদে কামরুজ্জামান কমরু উত্তোলন করেন সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশের মানচিত্রখচিত স্বাধীন বাংলার পতাকা।
ওই সময় তার সঙ্গে ছিলেন মধু ঘোষ, মকবুল হোসেন ও উল্কা হোটেলের কর্মচারী মিস্ত্রি মিয়া।
বিজ্ঞাপন
এসকে রাসেল/এমএসআর