ফাইল ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবির ৪৭ দিন পর জয়া রানী (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়ার আউলিয়া ঘাটের দুর্ঘটনাকবলিত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জয়া রানী জেলার সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের ঘাটিয়ারপাড়ার ধীরেন্দ্র নাথের মেয়ে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, মাড়েয়ার আউলিয়া ঘাট থেকে নিখোঁজ শিশু জয়া রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

শুক্রবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় ঢাকা পোস্টকে বলেন, নৌকাডুবির ঘটনায় আজ দুপুরে করতোয়া নদী থেকে নিখোঁজ জয়া রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার (৯ নভেম্বর) একই স্থান থেকে ভুপেন্দ্রনাথ রায় ওরফে পানিয়া (৪২) নামের আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে। এখনও নিখোঁজ রয়েছে আরও একজন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকায় দেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উৎসবে যোগ দিতে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রীর কারণে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ৭২ জন নিহত হন। কিন্তু মরদেহ উদ্ধার হয়েছিল ৬৯ জনের। নিখোঁজ ছিলেন তিনজন। এ ঘটনায় বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্রনাথের ছেলে সুরেন এখনও নিখোঁজ রয়েছে।

এসকে দোয়েল/এমজেইউ