বিএনপির সব সমাবেশে ব্যাজ বিক্রি করেন আকরাম
বিএনপির বিভাগীয় গণসমাবেশে ঘুরে ঘুরে ব্যাজ বিক্রি করেন মাদারীপুরের শিবচর উপজেলার আকরাম আলী। আগের সবকটি গণসমাবেশে তিনি ব্যাজ বিক্রি করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে চট্টগ্রামে, ১৫ হাজার টাকা। এবার ফরিদপুরে তিনি ১০ হাজার টাকার ব্যাজ বিক্রি করতে চান।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য নির্ধারিত শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এসেছেন শিবচরের আকরাম আলী। সমাবেশস্থলের মাঠের এক প্রান্তে তিনি ব্যাজ বিক্রি করছেন।
বিজ্ঞাপন
আকরাম আলী জানান, শিবচর বাজারে তার একটি মনোহরীর দোকান রয়েছে। সেখানে তিনি এসব বিক্রি করেন। বিএনপির প্রতিটি বিভাগীয় সমাবেশে তিনি গেছেন এবং ব্যাজ বিক্রি করেছেন। তিনি সবচেয়ে বেশি টাকা বিক্রি করেছেন বিএনপির প্রথম সমাবেশ চট্টগ্রামে। সেখানে ১৫ হাজার টাকার বিক্রি করেছেন। এরপরের সমাবেশ ময়মনসিংহে বিক্রি করেছেন ৮ হাজার টাকা, খুলনায় বিক্রি করেছেন ৬ হাজার, রংপুরে ছয় হাজার এবং বরিশালে বিক্রি করেছেন ৭ হাজার টাকা।
তিনি বলেন, বিএনপির সকল সহযোগী সংগঠনের ব্যাজ তার কাছে রয়েছে। ফরিদপুরে এসে দুই ঘণ্টায় তিনি এক হাজার টাকা বিক্রি করেছেন।
বিজ্ঞাপন
এদিকে বিভাগীয় এই গণসমাবেশে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে পৌঁছেছেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা সমাবেশস্থল শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠ পরিদর্শন করেন।
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালের পর শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এটি বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশকে ঘিরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকায় ইতোমধ্যে বিভিন্ন উপায়ে সমাবেশস্থল ফরিদপুর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা। শনিবার দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলমীর।
জহির হোসেন/আরএআর