রাত পোহালেই ফরিদপুর বিএনপির গণসমাবেশ। গণসমাবেশে ঘিরে জড়ো হচ্ছে হাজারো নেতা-কর্মী। তাদের চিকিৎসা দিচ্ছে ডক্টরস অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ (ড্যাব)।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে সমাবেশস্থলে অসুস্থ হয়ে পড়া নেতা-কর্মীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে ড্যাব। এই কার্যক্রম আগামীকাল শনিবার সারাদিন চলবে বলে জানান কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, তিন দিন আগে থেকে নেতা-কর্মীরা সমাবেশ স্থলে এসেছে। এখানে রাতের ঠান্ডায় অনেকের জ্বর ঠান্ডা লেগে যাচ্ছে। আবার অনেকের মাথা ব্যথা ও বুক ব্যথা করছে। আমরা তাদের ঠান্ডার ওষুধ ও গ্যাস্টিকের ওষুধ দিচ্ছি। এই কার্যক্রম কাল সন্ধ্যা পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, আজ ৯ জন এমবিবিএস চিকিৎসক সেবা দিচ্ছে। আগামীকাল আরও ৮ থেকে ১০ চিকিৎসক আসবে সেবা কার্যক্রম গতিশীল করতে। এছাড়া আমরা দুইটি অ্যাম্বুলেন্স আনবো কাল। যদি ঢুকতে দেয় তাহলে এখানে রেডি থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে তা ব্যবহার করা হবে।

ড্যাব জানিয়েছে, আমরা সমাবেশস্থলে মানুষদের সেবা প্রদানের জন্য স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছি। কয়েকদিন আগ থেকে সমাবেশস্থলে অবস্থান নিছে অনেক মানুষ। তাদের অনেকেই পানিশূন্যতায় ভুগছে, অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। এছাড়া স্লোগান দিতে দিতে নেতা-কর্মীদের গলাব্যথা, হেঁটে আসার কারণে অনেকের পায়ে ব্যথা,  তীব্র গরমেও ক্লান্ত অনেকে। তাই আমরা এখানে সব ধরনের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রেখেছি। প্রয়োজনে কাউকে হাসপাতালে পাঠানোর জন্য জরুরি অ্যাম্বুলেন্স সেবাও দেওয়া হবে।

এমএ