সমাবেশস্থলে পাটির কদর
রাত যত গভীর হচ্ছে সঙ্গে শীতও বাড়ছে, তাই সমাবেশস্থল ছাড়ছেন অনেকেই। যারাও রয়েছেন ঘুমানোর জন্য তাদের মধ্যে অনেকেই কিনছেন পাটি। কয়েকজনকে হোগলা (হোগলার পাতা দিয়ে বানানো পাটি) বিছিয়ে শুয়ে থাকতে দেখা যায়। উদ্দেশ্য একটাই শনিবারের (১২ নভেম্বর) গণসমাবেশ সফল করা। ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশস্থলে এভাবেই রাত কাটাতে দেখা যায় বিএনপি নেতা-কর্মীদের।
সরেজমিন ঘুরে দেখা যায়, মঞ্চের সামনে অনেকেই শুয়ে আছেন। কেউ আবার পাটি কিনে বসে বসে আড্ডা দিচ্ছেন। অনেকে চলে গেছে নিজেদের বাড়ি বা আত্মীয়দের বাড়ি। সমাবেশের মাঠ অনেকটা ফাঁকা। পাটি বিক্রেতারা পাটি আনছেন আর বিক্রি করছেন। প্রতিটি পাটি দুই থেকে আড়াইশো টাকায় বিক্রি করছেন।
বিজ্ঞাপন
সাতক্ষীরা থেকে পাটি বিক্রি করতে আসা মকলেম মিয়া বলেন, আমি আগে থেকেই গ্রামে গ্রামে গিয়ে পাটি বিক্রি করি। প্রতিটি পাটি বিক্রি করলে আমার বিশ থেকে ত্রিশ টাকা লাভ হয়। তা দিয়েই সংসার চালাই। সমাবেশে আমরা ২০ জনের একটি দল এসেছি। পাটি নেই আর বিক্রি করছি। শীত পড়াতে পাটির কদর বেড়েছে। কেউ দুইটা বা তিনটাও নিচ্ছে।
বিজ্ঞাপন
আরেকজন পাটি বিক্রেতা আলম উদ্দিন বলেন, মাঠে অনেক ঠান্ডা কেউ ইচ্ছা করলে নিচে বসতে পারবে না। তাই পাটি নিচ্ছেন তারা। যারাই এখন রাতে এই মাঠে আছে তারা সবাই পাটি কিনছে। আমাদের বিক্রিও খারাপ না।
মাগুরা থেকে আসা আমিন মিয়া বলেন, পায়ে হেঁটে এসেছি। এখন ক্লান্ত রাতে শোয়ার জন্য পাটি কিনলাম। কাল সমাবেশ সব কিছু বন্ধ করে দিয়েছে সরকার। তাই তো কষ্ট করে আসতে হচ্ছে।
আলা উল রহমান বলেন, দুইদিন ধরে এসেছি। প্রথম রাত ঘুমাইনি। পুরোটা সময় জেগে ছিলাম। আজ পাটি কিনছি ঘুমাবো। রাতে অনেক ঠান্ডা পড়ে বাড়ি থেকে গরম কাপড় নিয়ে এসেছি। যত কষ্ট করি এটি আমাদের গায়ে লাগবে না যদি দাবি আদায় করতে পারি।
উল্লেখ্য, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালের পর শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এটি বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ। এই সমাবেশকে ঘিরে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকায় ইতোমধ্যে বিভিন্ন উপায়ে সমাবেশস্থল ফরিদপুর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা। শনিবার দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলমীর।
সৈয়দ মেহেদী হাসান/এমএ