আমাকে একটু সময় দেন, পাশে দাঁড়ান : দুদু
উন্নয়নমূলক কাজ করতে সময় চেয়ে জনগণকে পাশে দাঁড়াতে বলেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
তিনি বলেছেন, আমাকে একটু সময় দেন, পাশে দাঁড়ান। উনাদের অনেক টাকা আছে, তাই উনারা টাকা দিয়ে কিনতে চান। আমি সব কিছু দিতে পারবো, কিন্তু টাকা দিতে পারবো না।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরতে জয়পুরহাটের পাঁচবিবি গো-হাটি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। শনিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাঁচবিবি উপজেলা আ.লীগ এ সভার আয়োজন করেন।
এসময় সামছুল আলম দুদু এমপি বলেন, পাঁচবিবি উপজেলার যা উন্নয়ন হয়েছে সব করেছে আমার নেত্রী শেখ হাসিনা। আমি আরও কাজ করতে চাই। আমার স্বপ্ন এই পাঁচবিবি উপজেলার মানুষ কোনো কাঁচা রাস্তা দিয়ে হাঁটবে না। ইতোমধ্যে ৮০ ভাগ রাস্তা পাকা করা হয়েছে। আর বাকি আছে মাত্র ২০। এসব কাজও নেত্রীর হাত ধরে করা হবে।
বিজ্ঞাপন
পাঁচবিবি উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-সভাপতি লুৎফে আকবর চৌধুরী রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, ত্রাণ ও সমাজ কলাণ সম্পাদক মাহমুদ হাসান হিমু, জেলা আ.লীগ নেতা শেখর মজুমদার প্রমুখ।
সমাবেশে উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
চম্পক কুমার/এমএএস