ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের ছেলে মাহী সরকারকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের ফুলবাড়িয়া এলাকার মাহীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন।

এর আগে সকালে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আল মামুন সরকারের ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে সঙ্গীদের নিয়ে হট্টগোল করেন মাহী। এ সময় একটি গাড়িও ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনার পর তাকে আটকে অভিযানে যায় সদর থানা পুলিশ।

পরিদর্শক সোহরাব জানান, মাহীর কাছ থেকে ৭ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। এ ছাড়া তার বাসায় কয়েকটি খেলনা পিস্তলও ছিল। মাহীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাহী এর আগে ২০১৯ সালের ২৫ জানুয়ারি অস্ত্রসহ আটক হয়েছিলেন। তাকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছিল আখাউড়া থানা পুলিশ। এছাড়া ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি শহরের মেড্ডা এলাকা থেকে এক তরুণীকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে মাহীর বিরুদ্ধে।

বাহাদুর আলম/এসপি