সমাবেশস্থলে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন চাঁদপুরের নেতাকর্মীরা
বিভাগীয় গণসমাবেশের ৩ দিন আগেই কুমিল্লায় অবস্থান করছেন চাঁদপুরের নেতাকর্মীরা। তারা বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল সাক্কুর ফ্ল্যাটে উঠলেও দিনে তারা সমাবেশস্থলে সময় কাটাচ্ছেন।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে সমাবেশস্থল কুমিল্লা টাউন হল মাঠে গিয়ে দেখা যায়, টাউন হলের একেবারে পশ্চিম পাশে সময় কাটানোর জন্য ত্রিপল বিছিয়েছেন চাঁদপুরের নেতাকর্মীরা। সেখানে অনেকেই ঘুমিয়ে আছেন।
বিজ্ঞাপন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ আলম ঢাকা পোস্টকে বলেন, আমরা সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নেতৃত্বে তিন দিন আগে কুমিল্লায় এসেছি। মনিরুল হক সাক্কুর ফ্ল্যাটে অবস্থান নিয়েছি। সেখানেই আমাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। রাতে সেখান থেকে সকালে টাউন হলে এসেছি। মিছিল করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ায় একটু জিরিয়ে নিচ্ছি।
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবদুল কুদ্দুস খান ঢাকা পোস্টকে বলেন, তিন দিন আগে আমরা সমাবেশে এসেছি। দ্রব্যমূল্য যে পরিমাণ বেড়েছে তাতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এই সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। এই সংগ্রামে জয়ী না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেটের পর শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় গণসমাবেশ করবে দলটি। কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরিফ আজগর/এসপি