বিএনপির বিভাগীয় গণসমাবেশ
সমাবেশস্থলে মোবাইল-মানিব্যাগ হারানোর অভিযোগ
বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশে মোবাইল-মানিব্যাগ খোয়ানোর অভিযোগ তুলেছেন নেতাকর্মীরা। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে গণসমাবেশস্থল কুমিল্লা টাউন হল মাঠে এমন অভিযোগ করেন তারা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে আসা যুবদল নেতা মনিরুজ্জামান বলেন, দাবি আদায় করতে সমাবেশে এসেছি। ভিড়ের মধ্যে হঠাৎ করে দেখি আমার ব্যবহৃত রেডমি মোবাইলটা নেই।
বিজ্ঞাপন
দাউদকান্দি থেকে আসা বিএনপির এক কর্মী ঢাকা পোস্টকে বলেন, ভিড়ের মধ্যে ছিলাম। দোকানে খাবার কিনতে গিয়ে বিল দেওয়ার জন্য পকেটে হাত দিয়ে দেখি মানিব্যাগ নেই।
জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসীম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। নেতাকর্মীদের ভিড়ে চোর পাহারা দেওয়া তো সম্ভব নয়।
বিজ্ঞাপন
আরিফ আজগর/এসএসএইচ/