গণসমাবেশের তিন দিন আগেই রাজশাহীতে বিএনপির নেতাকর্মীরা
আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। গণসমাবশ উপলক্ষে তিন দিন আগেই রাজশাহীতে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। তাদের দাবি- বাস বন্ধ হয়ে গেলে তারা সমাবেশে আসতে পারবেন না। তাই তারা আগেই রাজশাহীতে চলে এসেছেন। থাকছেন আত্মীয়ের বাড়িতে।
বিএনপির একজন শীর্ষ নেতা বলেন, নেতাকর্মীরা রাতে সমাবেশস্থলের আশপাশের এলাকায় থাকবেন। যদিও রাত থেকে সমাবেশস্থলে প্যান্ডেল তৈরির কাজ শুরু হবে। ইতোমধ্যে রাজশাহী বিভাগের বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন।
বিজ্ঞাপন
শিবগঞ্জ থেকে আসা বিএনপি নেতা জিয়া জানান, আমাদের অনেকেই চলে এসেছেন। আরও নেতাকর্মী আসবেন। বাস বন্ধ হয়ে গেলে ছোট ছোট যানবহনে তারা আসবেন। রাজশাহীতে অনেকেরই আত্মীয়ের বাড়ি রয়েছে। সেখানে তারা থাকবেন।
তিনি আরও জানান, এখন যেহেতু শীত। তাই নেতাকর্মীদের একটু সমস্যাই হবে। তারপরও অনেকেই কাঁথা-কম্বল বেঁধে নিয়ে আসবেন। তবে প্যান্ডেল তৈরি হয়ে গেলে আরও নেতাকর্মী আসবেন। অনেক নেতাকর্মী মেস, ছাত্রাবাস, আত্ময়ীর বাড়িতে থাকছেন।
বিজ্ঞাপন
এর আগে দুপুরে বগুড়ার, শিবগঞ্জ, সিরাজগঞ্জ ও নাটোর থেকে আসা নেতাকর্মীদের রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ মঙ্গলবার এসেছেন। কেউ বা আজ সকালে এসেছেন।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, যেহেতু ভোর থেকে পরিবহন ধর্মঘট। সকালের আগেই রাজশাহীতে বিএনপির এক থেকে দেড় লাখ নেতাকর্মী চলে আসবেন। পর্যায়ক্রমে আরও নেতাকর্মী আসবেন।
বিএনপির নেতাকর্মীরা রাজশাহীতে কোথায় থাকছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নগরবাসীকে অনুরোধ করেছি। তারা বিএনপির নেতাকর্মীদের থাকতে দেবেন। এছাড়া অনেক নেতাকর্মীর আত্মীয়ের বাড়ি রাজশাহীতে। তারা তাদের আত্মীয়ের বাড়ি থাকবেন। অনেকেই হোটেল, মেসে থাকবেন।
আরএআর