জয়পুরহাটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি
বৃদ্ধা খালেদার (৬০) বাড়ি নওগাঁর মঙ্গলবাড়ি এলাকায়। তিনি থাকেন চট্টগ্রামে। কিছু দিন আগে বাড়িতে এসেছেন। চট্টগ্রামে যাওয়ার জন্য জয়পুরহাটের কয়েকটি বাস কাউন্টারে গিয়ে জানতে পারেন বাস বন্ধ। অবশেষে ঘণ্টা দুয়েক অপেক্ষার পর বাড়ি ফিরে যান তিনি।
খালেদা বলেন, বাস বন্ধের বিষয়ে আমি কিছুই জানি না। কাউন্টারে গিয়ে জানতে পারি বাস বন্ধ। এখন চট্টগ্রাম কেমনে যাব? বিকল্প কিছু ভাবতে হবে।
বিজ্ঞাপন
পরিবহন ধর্মঘটে খালেদার মতো অনেক যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বাস বন্ধ থাকায় অনেকেই বেশি ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন।
জয়পুরহাট বাস টার্মিনাল থেকে বগুড়া, নওগাঁ, হিলি, ধামইরহাট, আক্কেলপুরে রুটে বাস চলাচল করে। তবে পরিবহন ধর্মঘটের কারণে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
বাস যাত্রীরা জানান, হঠাৎ পরিবহন ধর্মঘটে তারা ভোগান্তিতে পড়েছেন। সিএনজি ও ইজিবাইক চলাচল করছে। এসব যানবাহনে ভাড়া অনেক বেশি পড়ছে।
শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, আমি ঢাকায় যাব। গতকাল বুধবার রাতে বাসের টিকিট কাটতে এসে জানতে পারি আজ বাস চলাচল করবে না। তাই কীভাবে ঢাকায় যাব তা আগেই ঠিক করেছিলাম। এজন্য বাস টার্মিনালে এসে সিএনজি যোগে মোকামতলা পর্যন্ত যাব। সেখান থেকে ঢাকার বাস ধরব।
তরিকুল ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, আমি পরিবহন ধর্মঘটের কথা জানি না। বগুড়ায় জরুরি কাজে যেতে টার্মিনালে এসে পরিবহন ধর্মঘটের কথা জানতে পারি। এখন আমাকে বিকল্প যানবাহনে বগুড়া যেতে হবে। দেশের বিভিন্ন বিভাগে বিএনপির সমাবেশের আগে ওই বিভাগের যানবাহন বন্ধ করা হয়েছে। আগামী শনিবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। এই পরিবহন ধর্মঘটও বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে বলে তিনি মনে করেন।
সিএনজিচালিত অটোরিকশা চালক শুকুর আলী বলেন, বাস বন্ধ রয়েছে। তাই ১৫০ টাকা ভাড়ায় সিএনজিতে বগুড়া নিয়ে যাওয়া হচ্ছে। বাসের চেয়ে জনপ্রতি ৩০ টাকা ভাড়া বেশি। আমাদের কেউ সিএনজি চালাতে বাধা দিচ্ছে না।
রাজশাহী বিভাগীয় পরিবহন ফেডারেশনের সভাপতি ও জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ১০ দফা দাবি আদায়ে আজ সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। এই ধর্মঘটে রাজশাহী বিভাগের সবকটি জেলায় কোনো বাস চলাচল করবে না। বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশকে ঘিরে এই পরিবহন ধর্মঘট নয় বলে তিনি দাবি করেন।
চম্পক কুমার/আরএআর