দীর্ঘ ১২ বছর পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আবদুল কাদের মির্জাকে সভাপতি ও মিজানুর রহমান বাদলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এ কমিটির অনুমোদন দেন।  

কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দলীয় কাউন্সিলরদের সমর্থনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ কমিটি ঘোষণা করেন। 

আবদুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহসভাপতি ছিলেন। অন্যদিকে মিজানুর রহমান বাদল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন,  এই আসন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আসন। তিনি আপনাদের জন্য যেমন গর্ব ঠিক বাংলাদেশের জন্যও গর্ব। অনেক সুন্দর সম্মেলন আপনারা উপহার দিয়েছেন। সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়েছে। আগামীতে সবাই মিলেমিশে কাজ করবেন এই প্রত্যাশা করছি।

সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মিজানুর রহমান বাদল ঢাকা পোস্টকে বলেন, আমার নেতা ওবায়দুল কাদের সাহেব যোগ্য মনে করেছেন বলেই দায়িত্ব দিয়েছেন। আমি আমার নেতার প্রতি কৃতজ্ঞ। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের জন্য কাজ করব।

সভাপতির দায়িত্ব পাওয়া আবদুল কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, আমাদের অভিভাবক ওবায়দুল কাদের সাহেব  কোম্পানীগঞ্জ-কবিরহাটে উন্নয়ন করেছেন। কোম্পানীগঞ্জের এমন কোনো এলাকা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। উপজেলা আওয়ামী লীগ ওবায়দুল কাদের সাহেবকে জয়যুক্ত করতে কাজ করবে। আমরা শান্তির কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠায় কাজ করে যাব।

এর আগে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। রাজধানীর নিজ বাসভবন থেকে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রাত নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন,  সহিদ উল্যাহ খান সোহেল, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা প্রমুখ বক্তব্য দেন। 

প্রসঙ্গত, ২০১০ সালের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে সভাপতি ও নুরুন্নবী চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

হাসিব আল আমিন/আরএআর