আজ শনিবার বিএনপির রাজশাহী বিভাগীয় সম্মেলন। কাগজে-কলমে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়। কিন্তু তার আগেই নেতাকর্মীদের বিভিন্ন মোড়ে জড়ো হতে দেখা গেছে। 

জানা গেছে, সমাবেশের তিন দিন আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় আজ সকালে রাজশাহী নগরীর গনকপাড়া মোড়ে বেশ কিছু নেতাকর্মীকে দেখা গেছে। 

তারা বলছেন, আমরা সকাল-সকাল সমাবেশস্থলে যাবো। আমাদের মধ্যে অনেকেই গতকাল সন্ধ্যায় রওনা দিয়েছেন, তারা যানবাহন না পেয়ে ভ্যানযোগে রাজশাহীতে এসেছেন। আমরা এখানে সকালের নাস্তা করছি। এরপর দ্রুত সমাবেশস্থলে যাবো।

নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় কথা হয় সিংড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজিবুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আমরা নাটোরের সিংড়া থেকে এসেছি। আমরা এখানে অবস্থান করছি। একটু পরই সমাবেশস্থলের দিকে যাবো। 

সিংড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সচিব আলহাজ্ব আলী বলেন, বিএনপির সমাবেশে যোগদানের জন্য গতকাল রাত ৮টায় টায় রওনা দিয়েছি। আমরা একসঙ্গে ৩৫টি মোটরসাইকেল নিয়ে সকালে রাজশাহীতে পৌঁছায়।

প্রসঙ্গত, প্রসঙ্গত, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (০৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এসপি