সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলামের ঘুষ গ্রহণের একটি প্রতিবেদন ঢাকা পোস্টে প্রকাশিত হওয়ার পর সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রায়গঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এই নির্দেশনা দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. তমাল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. তমাল হোসেন ও রায়গঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তৃপ্তি কণা মন্ডল ঢাকা পোস্টকে বলেন, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. তমাল হোসেন স্যার আমাকে বিষয়টি তদন্ত করতে নির্দেশনা দিয়েছেন। আমি বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্ধারণ করবে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজি সলিম উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আমি বিষয়টি নিয়ে ইতোমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু করেছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
অতিরিক্ত জেলা প্রশাসক মো. তমাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ গ্রহণের বিষয়টি নজরে এলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
প্রসঙ্গত, শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের চারটি পদে নিয়োগের জন্য মোটা অংকের ঘুষ নেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এসময় তার ঘুষ গ্রহণের দৃশ্য ঢাকা পোস্টের ক্যামেরায় ধারণ করা হয়। তবে ঘুষ নয় বরং সম্মানী হিসেবে ৫০ হাজার টাকা নিয়েছেন বলে ঢাকা পোস্টের প্রতিবেদকের কাছে স্বীকার করেন তরিকুল ইসলাম।
এ ঘটনায় ঘুষ নিয়ে শিক্ষা কর্মকর্তা বললেন ‘সম্মানী’ নিয়েছি শিরোনামে ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশ হয়। যা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার নজরে আসে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে সমালোচনা চলছে।
শুভ কুমার ঘোষ/এমজেইউ