রাঙ্গামাটির নানিয়ারচরে প্রতিপক্ষের গুলিতে সুবাহু চাকমা গিরি (৫৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (০৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুবাহু চাকমা নানিয়ারচর উপজেলার এগারাল্যা ছড়ার বিরাজ মোহন চাকমার ছেলে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটক ফ্রন্টের (ইউপিডিএফ) রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক শান্তিদেব চাকমা গণমাধ্যমে এক বিবৃত্তি পাঠিয়ে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আজ সকাল ৮টার দিকে ইউপিডিএফ সদস্য সুবাহু চাকমা সাংগঠনিক কাজে রাঙিপাড়ার সূর্যমণি মূর্তি নামক স্থানে যান। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলে তিনি নিহত হন। 

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফের (গণতান্ত্রিক) ‘মুখোশ বাহিনী’ সুবাহু চাকমার ওপর হামলা চালায়। তিনি সেখানে মারা গিয়েছেন বলে জেনেছি। 

ইউপিডিএফের (গণতান্ত্রিক) নানিয়ারচর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জ্ঞান চাকমা বলেন, বিষয়টি আমিও শুনেছি। তবে কেন তারা আমাদের দায়ী করছেন বুঝতে পারছি না। বিষয়টি তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বেও হতে পারে। 

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার বলেন, বিষয়টি আমরাও শুনেছি। ঘটনাটি উপজেলা থেকে দুর্গম এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখানে গিয়ে কেনো মৃতদেহ পায়নি। তারা খুঁজছে, পেলে আমরা জানাতে পারব।

মিশু মল্লিক/এসপি