তিন দিনের সীমান্ত বৈঠকে যোগ দিতে ভারতে গেল বিজিবির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। বুধবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যায় প্রতিনিধি দলটি। এ সময় দুই দেশের সীমান্তের শূন্যরেখায় বিজিবির প্রতিনিধি দলকে স্বাগত জানায় বিএসএফ।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুষ্ঠিতব্য বৈঠকে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার তানভীর গনি চৌধুরী। এ বৈঠক শেষে আগামী ৯ ডিসেম্বর প্রতিনিধি দলটি একই চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসবেন।

প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী সাংবাদিকদের বলেন, বিএসএফের সঙ্গে রিজিয়ন কমান্ডার পর্যায়ের এ বৈঠকে দুই দেশের সীমান্তের নানা ইস্যু নিয়ে আলোচনা করা হবে। বিজিবির সুনির্দিষ্ট কিছু ইস্যু আছে। আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাহাদুর আলম/এসপি