দুর্ঘটনার খবর দিয়ে বিকাশে ৭ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক
পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বড় ভাইয়ের দুর্ঘটনার মিথ্যা খবর দিয়ে ছোট ভাইয়ের থেকে বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে প্রতারণা করে উপজেলার সদরের টিএন্ডটি এলাকার শাহ কামরুজ্জামান শামীমের কাছ থেকে এ টাকা হাতিয়ে নেয়।
ভুক্তভোগী শামীম বলেন, সকালে একটি রবি নাম্বার থেকে মায়ের মোবাইলে একটি কল আসে। ফোনে ওই ব্যক্তি জানান, আমার বড় ভাই পঞ্চগড় সদর হাসপাতালের সামনে একটি ট্রাকের সঙ্গে এক্সিডেন্ট করেছেন। এ জন্য দ্রুত বিকাশে ৭০০০ টাকা পাঠাতে বলে। জরুরি ভিত্তিতে তাকে রক্ত দিতে হবে। খবরটা জানার পর আমার মা, স্ত্রী, ভাই-বোনসহ সবাই কান্নাকাটি শুরু করে দেয়। পরে আমি ওই বিকাশ নাম্বারে টাকা পাঠাই। টাকা পাঠাতে একটু দেরি হলে ওই নাম্বার থেকে আবার ফোন দিয়ে বলে, দুঃখিত আপনার ভাইকে হয়তো আর বাঁচানো গেলো না। টাকা পাঠানোর পর থেকে ওই নাম্বারে ফোন দিলেও আর কেউ রিসিভ করছে না।
বিজ্ঞাপন
শামীমের বড় ভাই শিক্ষক আজিজুর রহমান লিটন ঢাকা পোস্টকে জানান, আমি তেঁতুলিয়া উপজেলার বাংলাচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিদিনের মতো সকাল ৯টায় স্কুলে আসি। সকালে জানতে পারি কে বা কারা আমার মায়ের মোবাইল নাম্বারে ফোন দিয়ে আমার এক্সিডেন্টের কথা বলে বিকাশে ৭ হাজার টাকা চেয়েছে। খবরটা শুনে ছোট ভাই শামীম বিকাশে দ্রুত টাকা পাঠিয়ে দেয়। পরে ওই নাম্বারে আর ফোন দিলেও কেউ রিসিভ করছে না। এদিকে আমার স্ত্রী দুর্ঘটনার খবর শুনে পঞ্চগড়ে রওনা দিয়ে দিয়েছিল।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি নলে জানান।
বিজ্ঞাপন
এসকে দোয়েল/আরকে