মৈত্রী ফুটবল ম্যাচ ঘিরে জয়পুরহাটে বিজিবি-বিএসএফের মিলনমেলা
বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আমন্ত্রণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা সেখানে এসেছিলেন।
বিজয়ের মাসে আয়োজিত এই মৈত্রী ফুটবল ম্যাচ ঘিরে সোমবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী ছিল নানা আয়োজন। আনন্দ-উৎসবে ফুটবল খেলার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন বিজিবি ও বিএসএফের সদ্যস্যরা।
বিজ্ঞাপন
শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে বিকেল পৌনে ৩টার দিকে ফুটবল ম্যাচের উদ্বোধন করা হয়। এই খেলা দেখতে স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় বিএসএফ বিজিবির জালে একটি গোল করলেও সেটি অফসাইড ধরে বসেন রেফারি। সম্পূর্ণ খেলায় কোনো দলের জালে বল প্রবেশ করেনি।
বিজ্ঞাপন
মৈত্রী ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল শ্রী অজয় সিং। আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এবিএম নওরোহ এহসান, জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
খেলা শেষে দুই দেশের খেলোয়াড় ও বিএসএফ সদস্যদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
চম্পক কুমার/আরএআর