আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। একই সঙ্গে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সহিদ উল্যাহ খান সোহেল  ও সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন।  

এর আগে গত ৫ ডিসেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে সভাপতি হিসেবে ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া সহিদ উল্যাহ খান সোহেল ঢাকা পোস্টকে বলেন, 
দলের সভানেত্রী শেখ হাসিনা  আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা সুচারুভাবে পালন করব। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি আসনে দল থেকে যাকে যে আসনে দলীয় মনোনয়ন দেওয়া হবে, তাকে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করে যাব। এর আগে খুব অল্প সময়ের মধ্যে সবার মতামতের ভিত্তিতে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান সহিদ উল্যাহ খান সোহেল।

সহসভাপতির দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ঢাকা পোস্টকে বলেন, আমি মনে করি, নেত্রী যথার্থ কমিটি দিয়েছেন। আমরা আগামী দিনে নির্বাচনে যে চ্যালেঞ্জ, সেটা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে পারবো।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমার নেত্রী শেখ হাসিনা ও আমার নেতা ওবায়দুল কাদেরকে ধন্যবাদ। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নেত্রী ও কাদের ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের জন্য আমি কাজ করে যাব।

হাসিব আল আমিন/আরএআর