রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছে, ৮০ বছর ধরে দখলে থাকা রংপুর সিটি করপোরেশনের ১৩ একর জমিতে নির্মিত ডাম্পইয়ার্ড থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প জাপানের সঙ্গে চূড়ান্ত করা হয়েছে। এই প্রকল্পটি পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর হোসেন নগর এলাকায় গণসংযোগে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

সদ্য বিদায়ী এই মেয়র বলেন, দীর্ঘদিন দখল থাকা ১৩ একর জমি উদ্ধার করে নির্মাণ করা ডাম্পইয়ার্ডে ১০ বছর বর্জ্য ফেলা যাবে। বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের প্রধান কাজ। কিন্তু লোকবল এবং যানবাহন অপ্রতুল থাকায় সেটি বাধাগ্রস্ত হচ্ছিল। সিটি করপোরেশনে যানবাহন ছিল ৩৬টি, সেটি এখন দাঁড়িয়েছে ৯৮টিতে। পাঁচ বছরে ৬২টি যানবাহন বাড়িয়েছি। এটিও সিটির উন্নয়নের একটি অংশ।

মোস্তফা আরও বলেন, ১১৪ কোটি টাকার নতুন যন্ত্রপাতি কেনার যে টেন্ডার করা হয়েছে, তাতে বর্জ্যগুলোকে কম্প্রেস করে অনেক কমিয়ে ফেলা যাবে। ১০ ট্রাক বর্জ্য কমে গিয়ে এক ট্রাকে পরিণত হবে। তখন পরিবহন খরচ কমে যাবে। এটি নগর ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ এবং সবখানে সমাদৃত হয়েছে।

আধুনিক যন্ত্রপাতিতে রাস্তাঘাট নির্মাণে অনিয়মের কোনো সুযোগ নেই জানিয়ে সাবেক এই মেয়র বলেন, যে যন্ত্রপাতি ও বানবাহন আসছে, তাতে যে রাস্তা নির্মাণ করতে দুই মাস সময় লাগবে, তা সাত দিনেই সম্পন্ন করা যাবে। এই যন্ত্রপাতিতে অটোমেটিক কম্পিউটারের মাধ্যমে সঠিক পরিমাণে বিটুমিন এবং পাথর মিক্সিং হবে। ফলে অনিয়মের কোনো সুযোগ থাকবে না।

নির্বাচনী প্রচারণায় অংশ নেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, যুব সংহতির জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত আসিফ প্রমুখ। 

এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত হোসেন নগর ছাড়াও লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে মুদিখানা বাজার, রঘুর বাজার, মেকুড়া বাজার, সরেয়ারতল বাজার, মাহিগঞ্জ বাজার, সাতমাথা মোড় এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও দলের কর্মী-সমর্থকরা।

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর