বিজিবি দেখে পালাতে গিয়ে মাছচাষি নিহত
দিনাজপুরের হিলিতে বিজিবি সদস্যদের ধাওয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে সাবু মিয়া (৩৭) নামে এক মাছচাষি নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় উপজেলার বোয়ালদাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০-বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি জানান, একটি মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ হলে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এসময় তিনি সিগন্যাল অমান্য করে পালিয়ে যাবার সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে বিজিবি সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসময় তার কাছে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
তবে নিহতের স্ত্রীর জেসমিন বেগমের দাবি তার স্বামী একজন মাছচাষি। তার স্বামী হিলিতে প্রতিনিয়তই মাছের খাবার নিতে আসেন। মাদকের সঙ্গে সে জড়িত নয়। তাকে নির্যাতন করে মারা হয়েছে। তার কাছে কোনো মাদক ছিল না। বরং পকেটে ৫০ হাজার টাকা ছিল বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনর্চাজ ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাহাবুর রহমান/এমএএস