শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে লক্ষ্মীরচর চ্যানেলে কাকলী নামে একটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, রাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। তবে ভোরে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে করে শরীয়তপুর- চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কমলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে। এদিকে মাঝ নদীর লক্ষ্মীর চর চ্যানেলে মাঝারি আকারের ফেরি কাকলী নোঙর করে রাখা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এসপি
বিজ্ঞাপন