সড়ক দুর্ঘটনায় আকাশ ঋষি (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলাধীন যশোর-মাগুরা মহাসড়কের দিশা শিশু নিকেতনের সামনে ঘটনাটি ঘটে। 

আকাশ ঋষি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামের সন্দীপ ঋষির ছেলে। তিনি সকালে সবজি বিক্রি করে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন।

পুলিশ জানিয়েছে, বাঘারপাড়ার আমতলা মোকামে সবজি বিক্রি করে আকাশ তার নিজস্ব ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দিশা শিশু নিকেতনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান আকাশ।

বারোবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক চালকসহ ট্রাকটি পালিয়ে যাওয়ায় ট্রাক ও চালককে আটক করা যায়নি। ভ্যানচালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ্যান্টনি দাস অপু/আরকে