রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের একটি মাঠ থেকে মো. রাব্বি (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের মহিষভাঙ্গা এলাকার বড়চৌবাড়ীয়ার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. রাব্বি উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং আখরজানি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মো. রাব্বি রাতে খাওয়াদাওয়া করে বাড়িতেই ছিল। পার্শ্ববর্তী এলাকায় একটি ওয়াজ মাহফিল শোনার জন্য তার দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। কিন্তু ওয়াজ মাহফিল শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। রাতে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা মাঠের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দিলে তারা গিয়ে মো. রাব্বির মরদেহটি শনাক্ত করে।

পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মীর সামসুজ্জামান/এমজেইউ