সাভারে লেগুনা-মিনিবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রাজু মিয়া (৩৫) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাজু মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ এলাকার বাসিন্দা।

এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ১টার দিকে রাজু মিয়া নামের আরও একজনের মৃত্যু হয়েছে। আহত বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।

উল্লেখ্য, শুক্রবার রাতে লেগুনাটি সাভার থেকে যাত্রী নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে লেগুনাটি আশুলিয়া-কলমা সড়কের কলমা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গেলে ৯ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

মাহিদুল মাহিদ/এমজেইউ