লক্ষ্মীপুর সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের একদিন আগেই সভাপতি পদের প্রার্থী রফিকুল ইসলাম (আনারস) সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এ সময় তিনি সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিদর্শক আবু ছিদ্দিক ও আলেয়া বেগমের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোটা দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন স্থগিতের দাবি জানান। এতে উপস্থিত ছিলেন সদরের ইউসিসিএ লিমিটেডের সাবেক পরিচালক ওহিদুর রহমান কবির ও সমবায় সদস্য আক্তার মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে রফিকুল ইসলাম জানান, মধ্য বাঞ্চানগর কৃষি সমবায় সমিতি থেকে ইসমাইল হোসেন ও নিজাম উদ্দিন ভূঁইয়া, উত্তর পশ্চিম শাকচর কৃষি সমবায় সমিতি থেকে আবদুল্লাহ আল জাবির ও আজহারুল ইসলাম, পূর্ব বাঞ্চানগর সমবায় সমিতি থেকে হাসেম আহম্মদ ও মো. সেলিমকে ভোটার করা হয়। তিনটি সমিতি থেকে ৩ জন ভোটার হওয়ার কথা থাকলেও অবৈধভাবে ৬ জনকে ভোটার করা হয়েছে। চেয়ার প্রতীকের প্রার্থী মামুনুর রশিদের কাছ থেকে প্ররোচিত হয়ে টাকার বিনিময়ে পরিদর্শক আবু ছিদ্দিক ও আলেয়া বেগম এ ঘটনাটি ঘটায়। এছাড়া প্রায় ৮০ জনকে অবৈধভাবে ভোটার করেছেন তারা। এসব অভিযোগ এনে শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা সমবায় কর্মকর্তাসহ ৫ দপ্তরে নির্বাচন স্থগিতের আবেদন করেন রফিকুল ইসলাম।

আরেক সভাপতি প্রার্থী মামুনুর রশিদ বলেন, ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে রফিকুল ইসলাম এখন মনগড়া অভিযোগ তুলছেন। তিনি চাচ্ছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। উৎসবমুখর পরিবেশেই সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
সদর উপজেলা বিআরডিবির পরিদর্শক আবু ছিদ্দিক বলেন, আমরা নিয়ম অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করেছি। সেখানে ইউসিসিএ সভাপতি রফিকুল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বাক্ষর করেছেন। এখানে আমাদের কোনো ভুল নেই। আমাদের বিরুদ্ধে অভিযোগটি ষড়যন্ত্রমূলক।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা দেবেস কুমার সিংহ বলেন, রফিকুল ইসলাম নির্বাচন স্থগিত চেয়ে একটি আবেদন করেছেন। কিন্তু আইন অনুযায়ী নির্বাচন স্থগিতর করার সুযোগ নেই। নির্বাচন বর্জনের বিষয়টি তিনি আমাদের জানাননি। এতে বিষয়টি নিয়ে কিছু বলতে পারছি না। সোমবার নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ শুরু হবে।

হাসান মাহমুদ শাকিল/আরকে