নদীর পাড় থেকে খুলি ও হাড় উদ্ধার
ফরিদপুরের মধুখালী উপজেলায় কুমার নদীর পাড় থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম গোন্দারদিয়া এলাকার চন্দনা-বারাশিয়া নদীর পাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চন্দনা-বারাশিয়া নদীর পাড়ে শিশুরা খেলাধুলা করছিল। এ সময় নদীর পাড়ে থাকা একটি বস্তায় মানুষের খুলি দেখতে পায় তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
বিজ্ঞাপন
দুপুর ১২টার দিকে পুলিশ মাথার খুলিসহ হাড় উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ক্রাইম সিনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ৭-৮ মাস আগে ওই ব্যক্তিকে বস্তায় ভরে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। পরে ভাসতে ভাসতে হয়তো ওই এলাকায় এসে কুমার নদীর পাড়ে আটকে যায়। এখন নদীর পানি কমে যাওয়ায় বস্তাটি নদীর পাড়ে ভেসে উঠেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, মাথার খুলি ও হাড়গোড়গুলো বয়স্ক কারো হবে। তবে দেখে বোঝার উপায় নেই মৃতের বয়স কত বা নারী নাকি পুরুষের। তবে এটি যে একটা হত্যাকাণ্ড সে বিষয়ে দ্বিমত নেই। এজন্য একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মৃত্যুর কারণ ও মৃতের পরিচয় শনাক্ত করার জন্য মঙ্গলবার ময়নাতদন্ত এবং ডিএনএ পরীক্ষার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
জহির হোসেন/আরকে