বাগেরহাটে মহাসড়কের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটে মহাসড়কের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১০ একর জমি দখলমুক্ত করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (২৩ ডিসেম্বর) বাগেরহাট-খুলনা মহাসড়কের সিএন্ডবিবাজার, বারাকপুর বাজার, ষাটগম্বুজ, দশানী, মাজার মোড়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্টান্ডে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ ও গুঁড়িয়ে দেয়া হয়। দখলমুক্ত করা হয় ২ কোটি টাকা মূল্যের ১০ একর জমি।

সড়ক ও জনপথ বিভাগ, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব অনিন্দিতা রায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন বলেন, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া।

উচ্ছেদ অভিযানের আগে আমরা সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করেছি। এরপরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালনা করছি। ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১০ একর জমি দখল মুক্ত করেছি।

এমএসআর