রংপুর মহানগরীতে জামায়াতের গণমিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। একই সঙ্গে মিছিল থেকে ৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর ভাঙ্গা মসজিদ মোড় হতে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলটি সুপার মার্কেট মোড় পর্যন্ত পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

পরে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

তিনি জানান, জুমার নামাজ শেষে ভাঙ্গা মসজিদ মোড়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে একটি মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু মিছিল কিংবা সমাবেশ করার জন্য তাদের কোনো অনুমতি ছিল না। এ কারণে আমরা তাদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছি। একই সঙ্গে বেআইনি সমাবেশ কিংবা মিছিল করার চেষ্টা করায় ৯ জনকে আটক করা হয়েছে।

আবু মারুফ হোসেন বলেন, জামায়াত-বিএনপি যাতে রংপুরে কোনো রকম নাশকতা করতে না পারে সে জন্য পুলিশ সজাগ রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিকেল ৩টা থেকে মহানগরীর গ্র্যান্ড মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর বিএনপির গণমিছিলে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৪টা) বিএনপির গণমিছিল বের হয়নি। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর