সাভারে পৌর-স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
নিয়মিত মামলাসহ ২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে আশুলিয়া দর পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া এলাকার ইডেনগার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সাভার মডেল থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তার মেহেদী মাসুম সাভার পৌরসভার ডগরমোরা এলাকার আব্দুল করিমের ছেলে ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
পুলিশ জানায়, মেহেদী মাসুমকে দীর্ঘদিন ধরে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে ২১ মামলায় ওয়ারেন্ট জারি করেছেন আদালত। এছাড়া নিয়মিত বিভিন্ন মামলার আসামি তিনি। আজ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, আগামীকাল (৩১ ডিসেম্বর) সকালে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে।
মাহিদুল মাহিদ/এসএম