শরীয়তপুরে জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে ও বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল দরিদ্র মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন ডামুড্যা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

ইয়াসমিন বেগম নামে এক নারী বলেন, গত কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে। ঘরে যা আছে তা দিয়ে শীত মানছে না। আমাদের ঘরে কামাই করার মতো মানুষ নাই। শীতে কম্বল কিনতে পারি না। রাতে ইউএনও স্যার কম্বল বাড়িতে এসে দিয়ে গেছে। এতে আমাদের সবার উপকার হবে।

সোহেল মিয়া বলেন, কয়েকদিন ধরে শীত পড়ছে। আমি রাতে পিঠা বেচি। আগুনের কাছে থাকলেও শীত কমে না। অনেক শীত করে। কম্বল পেয়ে আমার খুব ভালো লাগছে।

ইউএনও হাছিবা খান বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল নিয়ে প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়েছিলাম। সরকারি নির্দেশনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। 

সৈয়দ মেহেদী হাসান/আরকে